Saturday, December 27, 2014

শিক্ষামন্ত্রীর ফরমানকে বুড়ো আঙুল, স্কুল সভাপতির সিংহাসনে 'হীরকরাজা' অনুপ ঘোষাল


ফর্ম ফিলআপ নিয়ে জটিলতা, বর্ধমানে ডি আই অফিসে বিক্ষোভ জামালপুরের স্কুলের ছাত্রছাত্রীরা



দুঃস্থ ছেলে-মেয়েদের ঠাঁই দিয়ে ভবিষ্যত গড়ার পথ দেখাচ্ছেন নন্দকুমারের অবসরপ্রাপ্ত অধ্যাপক


ডিআই -কে ঘেরাও করল স্কুলপড়ুয়ারা

বর্ধমান : স্কুলের প্রধানশিক্ষক কারারুদ্ধ৷ দীর্ঘদিন ধরে পরিচালন সমিতির নির্বাচন হয়নি বলে স্কুলে প্রশাসক বসানো হয়েছে৷ কিন্ত্ত তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে সহযোগিতা করছেন না বলে অভিযোগ৷ সহকারী প্রধানশিক্ষকের সদিচ্ছা থাকলেও তাঁকে কেউ দায়িত্ব বুঝিয়ে না -দেওয়ায় তিনি নিরূপায়৷ ফলে কয়েকশো ছাত্রের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়েছে৷ কারণ তাদের পরীক্ষার ‘ইন্টারনাল ’ নম্বর অর্থাত্ প্র্যাকটিক্যাল বা মৌখিক পরীক্ষায় প্রান্ত নম্বর কাউন্সিলে পাঠানো হয়নি এখনও৷ কাজেই অসম্পূর্ণ ফলের আশঙ্কায় পড়ুয়া -অভিভাবকেরা শুক্রবার জেলা স্কুল পরিদর্শকের (ডিআই ) অফিস ঘেরাও করে৷ খবর পেয়ে পরিদর্শক পালিয়ে গেলেও পরে প্রাথমিক শিক্ষা দন্তরের সামনে তাঁকে পেয়ে সেখানেই ধর্নায় বসে পড়ে পড়ুয়ারা৷ হাতে পোস্টার --- ‘আমরা পড়ত চাই৷ পরীক্ষা দিতে চাই৷ তার ব্যবস্থা করে দিন৷ ’ বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচড়া সাগরচন্দ্র রক্ষিত বিদ্যামন্দিরে সমস্যাটা শুরু হয়েছিল সোমবার থেকেই৷ সেদিনই পরীক্ষার ফর্ম ফিলাপের দাবিতে প্রশাসক জবা ভট্টাচার্যকে ঘেরাও করেছিল ছাত্রছাত্রীরা৷ মুচলেকা দিয়ে সেদিনের মতো জবাদেবী রেহাই পেলেও ছাত্রদের সমস্যার কোনও সুরাহা হয়নি৷ তাই বাধ্য হয়েই এ দিন স্কুলবাস ভাড়া করে ডিআই অফিসে এসে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা৷ তাঁদের সঙ্গে ছিলেন স্কুলের সহকারী প্রধানশিক্ষক শঙ্কর মালিকও৷ তাঁর অভিযোগ , ‘আমাকে কোনও দায়িত্বই দেননি জবাদেবী৷ বারবার বলা সত্ত্বেও উনি আমাকে আলমারির চাবি দেননি৷ ফলে ছেলেমেয়েদের প্রজেক্টের নম্বর -সহ মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফল স্কুলেই রাখা আছে৷ সময় পেরিয়ে গেলেও পর্ষদে জমা করা যায়নি৷ আমাদের আশঙ্কা পড়ুয়াদের পরীক্ষার ফল অসম্পুর্ণ থাকবে৷ সে কথা ডিআই -কে জানাতে আমিও ছাত্রছাত্রীদের সঙ্গে এসেছি৷ ’ অসহায় স্কুল পরিদর্শক চন্দনা ঝা -ও৷ তাঁর কথায় , ‘আমি জবাদেবীর সঙ্গে কথা বলেছি৷ কিন্ত্ত উনি দুর্ব্যবহার করেন৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি৷ ’ জবাদেবীকে ফোন করা হলে তিনি বলেন , ‘ফোন আমার টাকায় কেনা৷ সেখানে সংবাদমাধ্যমকে ফোন করার অধিকার আমি দিইনি৷ কোনও কথা বলব না৷ ’ বর্ধমান দক্ষিণের মহকুমাশাসক অরুণকুমার রায় অবশ্য আশ্বাস দিয়ে বলেন , ‘আমি সোমবার অবধি সময় নিয়েছি৷ আশা করি এরমধ্যেই বিদ্যালয়ের চাবি হস্তান্তরের বিষয়টি ঠিক হয়ে যাবে৷ এতগুলি ছাত্র -ছাত্রীর ভবিষ্যত্ যাতে নষ্ট না হয় তার জন্য ব্যক্তিগত ভাবে আমিও উদ্যোগ নিচ্ছি৷ পর্ষদ অফিসের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে৷ ’পাঁচড়া সাগরচন্দ্র রক্ষিত বিদ্যামন্দির৷ ei samay

গ্রেপ্তার প্রধান শিক্ষিকা

ছাত্রদের মিড -ডে মিলের চাল হাতানোর অভিযোগে হাজতবাস হল এক প্রধান শিক্ষিকার৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার তেঘরিয়া শিক্ষা নিকেতনে৷ পুলিশ জানিয়েছে , ধৃতের নাম শুভলক্ষ্মী তালুকদার৷ তাঁর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই মিড -ডে মিলের জিনিসপত্র পাচার করার অভিযোগ আনছিলেন অবিভাবকেরা৷ এ দিন সকালে শুভলক্ষ্মীদেবী একটি ভ্যানে করে বেশ কয়েক কেজি চাল পাচার করছিলেন বলে অভিযোগ৷ সেই সময়ে তাঁকে হাতে -নাতে ধরেন কয়েক জন অভিভাবক৷ তাঁকে বাগুইআটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ei samay

Corrigendum of the Memo No.N/S/302, dated.22/12/2014 of West Bengal Board of Secondary Education (No.218/Admin/14 dt.26/12/2014). (WBBSE)